সিপাহীজলাঃ
সরব প্রচার বন্ধ হচ্ছে ৩রা সেপ্টেম্বর। ৩রা সেপ্টেম্বর থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত ধনপুর এবং বক্সনগরে ঘোষনা করা হয়েছে ড্রাই ডে। দুই কেন্দ্রেই জারি করা হবে ১৪৪ ধারা। ২ কেন্দ্রের উপ-নির্বাচনে সবগুলি ভোট গ্রহণ কেন্দ্রের নিরাপত্তার দ্বায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তাছাড়া সব ভোট গ্রহণ কেন্দ্রেই থাকবে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জে.ভি দোয়াতি। ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপ- নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে নানান ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শনিবার সাংবাদিক সম্মেলনে জেলা নির্বাচনী আধিকারিকের হয়ে সাংবাদিকদের কাছে তারই বিস্তারিত তথ্য তুলে ধরেছেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জে .ভি দোয়াতি। ভোট গ্রহণের দিন সব ভোট কেন্দ্র কেন্দ্রীয় স্বসস্ত্র নিরাপত্তা বাহিনীর জোয়ানরা নিরাপত্তার দ্বায়ীত্বে থাকবে। যেহেতু দুটি কেন্দ্রই সীমান্ত বর্তী এলাকা তাই নির্বাচনের দিন সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হবে পাশাপাশি আন্তর্জাতিক বন্দর দিয়ে আসা-যাওয়া স্থগিত থাকবে। উভয় নির্বাচনী কেন্দ্রে দুটি পোলিং স্টেশন মহিলা দ্বারা পরিচালিত হবে এবং মডেল পোলিং স্টেশন থাকবে একটি করে। অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫১ টি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ২টি ক্রিটিকাল ১৫টি ভার্নারেবল এবং বাকি গুলি সাধারণ ভোট গ্রহণ কেন্দ্র। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের ৫৯ ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে ভার্নারেবল ১৯ টি আর বাকি ৪০ টি সাধারণ। দুই কেন্দ্রেই ২ টি করে মডেল পুলিং স্টেশন ,২টি করে মহিলা পোলিং স্টেশন ও একটি করে PWD পুলিং স্টেশন রয়েছে। ধনপুরের ৫০৩৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৬০৬৪ এবং মহিলা ভোটারের সংখ্যা ২৪২৮২ জন। বক্সনগরের ৪৩১৪৯ জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ২২২০৯ এবং মহিলা ভোটার ২০২৪০ জন । ২টি বিধানসভা কেন্দ্রের কোনটিতেই তৃতীয় লিঙ্গের ভোটার নেই বলে জানিয়েছে অতিরিক্ত জেলাশাসক। সাংবাদিক সন্মেলনে অতিরিক্ত জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র ডিসি হৈমন্তী রায় বর্মন,ইলেকশন নোডাল অফিসার মানিক চাকমা।