
দিল্লিঃ
লোকসভা নির্বাচনের আগে আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র সরকার। দেশে একত্রে সকল নির্বাচন করান কি আদৌ সম্ভব। লোকসভার সাথে প্রতিটি রাজ্যের বিধানসভা নির্বাচন করিয়ে নেওয়ার মত ব্যবস্থা কি রয়েছে দেশে। তার সাথে যুক্ত হতে পারে গ্রাম পঞ্চায়েত এবং নগর পালিকার নির্বাচনও। ভারতের মত বিশাল দেশে এই সিদ্ধান্ত কি আদৌ বাস্তবায়ন হবে। এই প্রশ্নগুলির উত্তর আর সমাধানের পথ খুজতেই গঠিত হয়েছে কমিটি। ‘এক দেশ এক ভোট’ নীতি রূপায়ণের কমিটিতে কারা কারা থাকছেন, শনিবার সেই নামের তালিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। আগেই জানা গিয়েছিল, কমিটির নেতৃত্বে রয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ ছাড়া, আরও সাত জন সদস্যকে নিয়ে কমিটি গঠিত হচ্ছে। এই কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও থাকবেন গুলাম নবি আজাদ, এনকে সিংহ, সুভাষ সি কাশ্যপ, হরিশ সালবে এবং সঞ্জয় কোঠারী। অর্থাৎ, কোবিন্দকে নিয়ে মোট আট জন সদস্য থাকছেন ‘এক দেশ এক ভোট’ রূপায়ণ কমিটিতে। নির্দিষ্ট কোন সময়সীমা না দিলেও শীঘ্রই এই কমিটিকে পর্যবেক্ষন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছে কেন্দ্র সরকার।