Home BREAKING NEWS রাজ্য প্রবেশের পথে আবারও আটক দশ কোটি টাকার হেরোইন

রাজ্য প্রবেশের পথে আবারও আটক দশ কোটি টাকার হেরোইন

by News On Time Tripura
0 comment

দামছড়া:

অসম থেকে রাজ্যে প্রবেশের পথে উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানার হাতে আটক দশ কোটি টাকার হেরোইন।একটি সাদা রঙের বলেরো গাড়িতে গোপন চেম্বার মজুদ ছিল একশোটি সাবানের বাক্সে মজুদ ১ কেজি ৩০৯ গ্রাম হেরোইন।সাথে আটক অসমের করিমগঞ্জ জেলার খলিল উদ্দিন নামের এক হেরোইন পাচারকারী।ঘটনার তদন্তে দামছড়া থানার পুলিশ।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato