Home BREAKING NEWS উপ নির্বাচন নিয়ে সিপিএম-মথার গোলকধাঁধা

উপ নির্বাচন নিয়ে সিপিএম-মথার গোলকধাঁধা

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

রাজনীতিতে নীতি আর অবস্থান স্পষ্ট না থাকলে সাধারণ মানুষের মনে বেশী দিন টিকে থাকা অসম্ভব। আর রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিপ্রমথার অবস্থান ঠিক একইরকম । রাজ্যের দুটি উপনির্বাচনে এখনো নিজেদের অবস্থান ঠিক করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল । প্রকাশ্যে শাসকের বিরুদ্ধে প্রার্থী দেওয়া তো দুরের কথা প্রচার পর্যন্ত করতে পারছে না প্রধান বিরোধী দল। উপ নির্বাচনের আর তিনদিন বাকি। এর মধ্যেও বিরোধী জোটের অবস্থান ঠিক করতে পারেনি রাজ্যের বিরোধী দলগুলি। উপনির্বাচন নিয়ে সিপিএম মথার গোলকধাঁধা। একদিকে মথা বলছে তারা সরাসরি কোন প্রার্থীকে সমর্থন করছেন না। সমর্থকরা যাকে ইচ্ছে তাকেই ভোট দেবে।
অন্যদিকে সিপিএম রাজ্য সম্পাদক বলছেন উপ নির্বাচনী প্রচারে সিপিএম সমর্থকদের সাথে মিলে কাজ করছে মথার কর্মীরা। দুই দলের নেতাদের গোলকধাঁধায় কার্যত হতভম্ব উভয় দলের কর্মী সমর্থকরা।
বিরোধী ভোট ভাগাভাগি থেকে বাঁচতে দুটি উপ নির্বাচনী কেন্দ্রেই বিজেপির বিরুদ্ধে শুধুই সিপিএম এর প্রার্থীরা রয়েছে। তবে বিরোধী দলগুলির অস্পষ্ট অবস্থানের ফলে বিজেপি বিরোধী ভোটাররা এক প্রকার দ্বিধাগ্রস্ত।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato