বিশালগড়ঃ
পৃথিবীর প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা মায়ের সমান। মায়ের ভাষার প্রতি আবেগ এবং অহংকার প্রতিটি মানুষের মধ্যেই বিরাজমান। কোনভাবেই মায়ের ভাষার প্রতি অসম্মান মেনে নেওয়া যায়না। তবে এই রাজ্যে অধিক প্রচলিত ভাষা বাংলা ভাষার প্রতি প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিকভাবে অন্যায় করা হচ্ছে। আর তা অতি সহজেই ধরা পড়ে রাজ্যের জাতীয় সড়কগুলিতে। জাতীয় সড়কগুলিতে NHIDCL কর্তৃক লাগানো ব্যানারগুলিতে বাংলা বানানে ভুল শুধুমাত্রই ভুল নয়, তা এই ভাষার প্রতি অসম্মান প্রদর্শনও বটে। কারন প্রতিক্ষেত্রেই ভুল বানানের সাথে এই শব্দের অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। আর রাস্তায় বাংলা ভাষায় এই ভুল ব্যক্ষার প্রভাব পড়ছে ছোট ছোট শিশুদের উপর। ভুল বানানকেই তারা সঠিক হিসেবে গ্রহণ করছে। উদাহরণ স্বরূপ NHIDCL এর লাগানো ব্যানারে বিশালগড় বানানে মারাত্মক ভুল রয়েছে। বিশালগড় বানানে ‘শ’ এর পরিবর্তে ‘ষ’ ব্যবহার করা হয়েছে। আর এতে ‘বিশাল’ শব্দের অর্থ যেখানে প্রকান্ড হিসাবে প্রকাশিত হবার কথা , সেখানে এই শব্দের অর্থ বিষাক্ত হয়ে যাচ্ছে। যা অনেক বড় ধরনের ভুল বলেই গন্য হওয়া উচিত। শুক্রবার এই বিষয়ে সিপাহীজলা জেলা শাসক ডাঃ বিশাল কুমারের নিকট একটি মেমোরেন্ডাম তুলে দেন বিশালগড় আনন্দমার্গ প্রচারক সংঘ এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষকরা। তারা এই বানানগুলি দ্রুত সঠিক করার আবেদন রাখেন। শুধু তাই নয় সিপাহীজলা জেলার ইংরেজী বানানেও ভুল রয়েছে বলে জেলা শাসকের নিকট তথ্য তুলে ধরেন তারা। মেমোরেন্ডাম প্রদানে উপস্থিত ছিলেন বিশালগড় আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ, স্কুলের প্রিন্সিপাল প্রানগোপাল গোস্বামী, শিক্ষক শতদল আচার্জী এবং সজল সূত্রধর।