সাব্রুমঃ অন্য মেয়ের হাত ধরে বিয়ে সেড়েছে প্রেমিক। অভিমানী প্রেমিকা আত্মঘাতী। প্রণয় গঠিত সম্পর্কে আত্মহননের পথ বেছে নেয় কিশোরী প্রেমিকা। সাব্রুমের কালাঢেপা এলাকার সিকরাম তামাং পাড়ার দুলাল ত্রিপুরার সাথে বিগত চার বছর ধরে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ ছিল নিহত কিশোরী রেমিকা ত্রিপুরা। কিন্তু গত কদিন আগে দুলাল অপর এক মেয়ের সাথে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হয়। আর প্রেমিকের হঠাৎ এই বিশ্বাসঘাতকতায় অভিমানী প্রেমিকা বেছে নেয় আত্মহননের পথ। বুধবার দুপুরে নিজ বাড়িতেই ঘটে এই বিপত্তি।
মেয়ের এই পদক্ষেপে হতচকিত এবং শোকস্তব্ধ পরিবারের লোকেরা। মৃতার পরিবারের পক্ষ থেকে প্রেমিক দুলাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করা হয় মনুবাজার থানায়।