
ধর্মনগরঃ
করোনাকালীন পরিস্থিতিতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর স্থিত কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে যাওয়া কুখ্যাত আসামিকে মঙ্গলবার আসামের শিলচর থেকে আটক করল ধর্মনগর থানার পুলিশ । আটককৃত আসামীর নাম বিপ্লব দাস।তার বাড়ি ধর্মনগর কামেশ্বর এলাকায়। জানা গেছে,তার নামে ধর্মনগর থানায় বর্তমানে প্রায় চারটি মামলা রয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান,২০২০ সালে একটি মামলায় তাকে গ্রেফতার করে থানায় এনে তার মেডিকেল টেস্টে করা হলে তার দেহে করোনার হদিস মেলে।তৎক্ষণাৎ তাকে পানিসাগর স্থিত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়। সে সময় অর্থাৎ ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর সুযোগ বুঝে কোয়ারেন্টাইন সেন্টার থেকে সে পালিয়ে যায়। এরপর রাজ্য পুলিশ তাকে বহু খোঁজাখুঁজি করেও পায়নি।পরবর্তীতে পুলিশি তদন্তে খবর আসে সে প্রায়শই রাতে ধর্মনগর কামেশ্বর স্থিত নিজ বাড়িতে এসে ধর্মনগরের বিভিন্ন জায়গায় চুরি করে সকালে ট্রেনে কিংবা বাই রোডে শিলচর চলে যেত। সে মোতাবেক ধর্মনগর থানার পুলিশের একটি দল তাকে আটক করতে বহিঃ রাজ্য অসমের শিলচর পাড়ি দেয়। শিলচর গিয়ে তাকে আটক করতে গেলে সে নিকটবর্তী একটি পুকুরে ঝাঁপ দিয়ে আত্মগোপন করার চেষ্টা করলে পুলিশ তার পিছু ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। মঙ্গলবার বিকেলে তাকে নিয়ে আসা হয় ধর্মনগর থানায়। বুধবার তাকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।এই কুখ্যাত চোরকে আটক করায় ধর্মনগরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঘটে যাওয়া চুরির ঘটনা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।