কাঞ্চনমালাঃ
রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে ক্রমশই জাল ছড়াচ্ছে ডেঙ্গু। প্রথম দিকে তৎপরতা দেখা গেলেও এখন অনেকটাই হেলদোলহীন স্বাস্থ্য দপ্তর। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কিন্তু পরিসংখ্যান প্রকাশে অনীহা স্বাস্থ্য দপ্তরের। গোলাঘাটি বিধানসভাধীন কাঞ্চলমালা গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। মঙ্গলবারও হাসপাতালটিতে ডেঙ্গু রোগী সংখ্যা পাঁচজন। চিকিৎসক জানিয়েছেন চলতি মাসে অনেক রোগীরাই ডেঙ্গু জীবানু নিয়ে হাসপাতালে ভর্তী হচ্ছেন। যদিও এখনো পর্যন্ত কোন রোগীর অবস্থাই আশঙ্কাজনক হয়নি। হাসপাতালের চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ্য হচ্ছেন রোগীরা। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছে রোগীরা। স্থানীয় এলাকাবাসীদের সতর্ক থাকার জন্য এবং মশার কামড় থেকে বাঁচার জন্য আহ্বান করেন হাসপাতালের চিকিৎসক ।