আগরতলাঃ
উপঢৌকন আর হুমকির জোরে উপ নির্বাচন জিততে চাইছে শাসক দল । দুই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন বিধি উলঙ্ঘনের গুরুতর অভিযোগ তুললেন সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন চৌধুরী। ভোটের দিন ১২টার মধ্যে বিরোধী পোলিং এজেন্ট এবং সমর্থকদের বের করে দিতে হবে। রাজ্যের মন্ত্রী রতন লাল নাথের উপর এই উস্কানিমুলক বক্তব্যের অভিযোগ তুললেন জিতেন চৌধুরী। তারই সাথে বক্সনগরে আশা কর্মীদের হাতে এক হাজার টাকা এবং একটি করে শাড়ি উপঢৌকন দেওয়ার অভিযোগ তুলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বিরুদ্ধে। ধনপুর এবং বক্সনগর উপ নির্বাচনের আগে শাসকদল বিজেপির উপর এই গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।