
সোনামুড়াঃ
বক্সনগরে এক সাথে সিপিএম-কংগ্রেস পতাকা। অন্যদিকে উপ ভোটের প্রচারে ধনপুরে নামল তিপ্রামথা। উপ-নির্বাচনের প্রচারে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেলো সিপিএম -কংগ্রেসের পতাকা। রবিবার বক্সনগর কেন্দ্রের আড়ালিয়া এলাকায় বাম প্রাথী মিজান হোসেনের বাড়ি বাড়ি প্রচারে দেখা যায় এই দৃশ্য।
যেন ১ পা এগিয়ে আবার ২ পা পিছিয়ে যাওয়া। উপ-নির্বাচনকে কেন্দ্র করে জিতেন্দ্র চৌধুরী ,অনিমেষ দেববর্মা, সুদীপ বর্মনদের বৈঠকের পর, বাস্তবের মাটিতে কিন্তু প্রচারে দেখা যাচ্ছিলনা তার প্রতিফলন। তবে দুটি উপ নির্বাচনি কেন্দ্রে শাসকের বিরুদ্ধে তলে তলে একত্রিত হচ্ছে বিরোধী দলগুলো। যার প্রকাশ্য প্রতিফলন পরিলক্ষিত হল বক্সনগরে। আর অন্য দিকে নির্বাচনী প্রচারে মিছিল করতে দেখা গেল তিপ্রামথাকেও। ধনপুরের আনন্দপুর এডিসি ভিলেজে পতাকা হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট প্রচার করতে দেখা গেল তিপ্রামথা কর্মীদের। ধনপুরে প্রায় ৯ হাজার ভোট এবং বক্সনগরে তিন হাজারেরও বেশী ভোট কি ফ্যাক্টর হতে পারে উপ নির্বাচনে। একদিকে শাসক দলের স্টার প্রচার আর অন্যদিকে বিরোধীদের নীরবে জন সংযোগ উপ নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্ব তৈরী করেছে। কে হাসবে শেষ হাসি, তার জন্য আর কয়েকদিনের অপেক্ষা।