ধর্মনগরঃ
দিনদুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে উত্তর জেলার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকার জনগনের হাতে আটক গাভী গরু সহ এক কুখ্যাত চোর।ধৃত গরু চোরের নাম পত্তর আলী(৩০),পিতা মকবুল উদ্দিন।বাড়ি বরুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে।পড়ে গরু সহ ধৃত চোরকে সমঝে দেওয়া হয় পুলিশে। জানা গেছে, রবিবার বিকেল আনুমানিক চারটা থেকে সাড়ে চারটা নাগাদ কামেশ্বর কালিবাড়ি সংলগ্ন রেল লাইনের উপর দিয়ে এক ব্যক্তি একটি লাল রঙের গাভী গরু নিয়ে যাওয়ার সময় স্হানীয় লোকজনদের সন্দেহ হয়।তখন ঐ ব্যক্তিকে আটকে জিজ্ঞাসাবাদ করলে একেক সময় একেক কথা বলতে থাকে ঐ ব্যক্তি। পরে স্হানীয় জনগণের সন্দেহ হলে ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় স্হানীয় থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশি জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি জানায় তার নাম পত্তর আলী।ভাগ্যপুর এলাকার জনৈক এক ব্যক্তি ঐ গরুটিকে বাংলাদেশে পাচার করতে তার কাছে দিয়েছিল। কিন্তু সে বাংলাদেশে গরু পাচার না করে গরুটি শাবাজ পুর নিয়ে যাচ্ছিল।তবে এই গরুর মালিক কে তা সে নিশ্চিত করতে পারে নি। এদিকে গোটা ঘটনায় ধর্মনগর থানার পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে,বর্তমানে গাভী গরু সহ ধৃত চোর পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ আরো জানিয়ে,এর পূর্বেও ধৃত ব্যক্তি একাধিক গরু চুরির মামলায় সাজা কেটেছিল।