
বিশালগড়ঃ
স্থানীয় পাচার চক্রের মদতে রাজ্যে প্রবেশ করছে রোহিঙ্গা শরনার্থী। রাজ্য তথা দেশের নিরাপত্তাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে এই পাচার চক্র। কিছু টাকার বিনিময়ে এই চক্রের মদতে রাজ্যের পথে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে বাংলাদেশী এবং রোহিঙ্গারা। আবার একই পথে অনায়াসে নেমে যাচ্ছে বাংলাদেশে। একপ্রকার অবৈধ পারাপারের করিডোরে রূপান্তরিত হয়েছে বিশালগড় মহকুমা এলাকা। শনিবার মধ্যরাতে ফের দুই রোহিঙ্গা যুবক সহ স্থানীয় এক অটো চালক আটক বিশালগড় পুলিশের হাতে। আটককৃত রোহিঙ্গা যুবকদের নাম যথাক্রমে মোঃ রবি উল্লা ও মোঃ সিদ্দিক এবং স্থানীয় অটো চালকের নাম প্রবীর দাস। বিশালগড় থানার পুলিশ উত্তমভক্ত চৌমুহনী সংলগ্ন আসাম-আগরতলা জাতীয় সড়কে থাকা নাকা-পয়েন্ট থেকে আগরতলা-বিশালগড়গামী TR07A2397 নম্বরের যাত্রীবাহী অটো গাড়ি থেকে আটক করেছে তাদের। বিশালগড় থানার ওসি ইন্সপেক্টর তাপস দাস জানিয়েছেন, আগরতলা রেল স্টেশন থেকে এই অটো গাড়িতে করেই মধুপুর হয়ে কমলাসাগর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে যাওয়ার কথা ছিল। রবিবার সকাল থেকেই পুলিশ এবং BSF এর গোয়েন্দা বিভাগের সদস্যরা তাদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে । পুলিশ ধৃত অটো চালক সহ দুই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে তাদের গ্রেফতার করেছে। বিশালগড় থানার মামলা নম্বর 90/2023। পাসপোর্ট আইনের 3 IPB Act, 14 ফরেইন act এবং ভারতীয় দণ্ডবিধির 468 ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছে।