হাপানিয়াঃ
নিজের সাথে ঘটে যাওয়া রাজনৈতিক প্রতিহিংসার স্মৃতিচারন করলেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা মেডিক্যাল কলেজের ১৮তম প্রতিষ্ঠা দিবস এবং নব নির্মিত বিবেকানন্দ অডিটোরিয়ামের উদ্বোধনী পর্বে রবিবার হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা । অনুষ্ঠানে গিয়ে অবেগপ্রবন হয়ে পরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা মেডিক্যাল কলেজ তাঁর জন্য তীর্থস্থান। তিনি আরও বলেন I feel like home, I am nostalgic । তারই সাথে ত্রিপুরা মেডিক্যাল কলেজে প্রফেসর হিসেবে উপনীত হবার তাঁর কঠিন লড়াইয়ের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। কিভাবে ত্রিপুরার চিকিৎসকদের প্রতিভার উপর প্রশ্ন করায় বহিরাজ্য থেকে নিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং তারই সাথে কিভাবে তাঁর সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং আইনের দোয়ারে গিয়ে বিচার ছিনিয়ে এনেছিলেন।