Home BREAKING NEWS Mujaffarnagar School Student -শিক্ষিকার নির্দেশে সহপাঠীদের হাতে নিগৃহীত ছাত্র, দেশজুড়ে উত্তেজনা !

Mujaffarnagar School Student -শিক্ষিকার নির্দেশে সহপাঠীদের হাতে নিগৃহীত ছাত্র, দেশজুড়ে উত্তেজনা !

by News On Time Tripura
0 comment

উত্তরপ্রদেশঃ

শনিবার সারাদিনে দেশের বিভিন্ন প্রান্তে একটি ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পরে। কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মুলত ভিডিওটি উত্তর প্রদেশের মুজাফফারনগরের একটি বেসরকারী বিদ্যালয়ের। ৩৮ সেকেন্ডের এই ভিডিওটি শিক্ষকতার মত পবিত্র পেশাকে কলঙ্কিত  করেছে। ভিডিওটিতে দেখা যায় একটি ছাত্রকে দাঁড় করিয়ে একই ক্লাসের অন্যান্য ছাত্রদের হাতে তাকে শারীরিক ভাবে নিগৃহীত করা হচ্ছে। আর এইসব করাচ্ছেন শিক্ষিকা নিজে। ছাত্রটি মুসলিম ধর্মের হওয়ায় ভিডিওটি ভাইরাল হতেই দেশজুড়ে শুরু হয় সমালোচনা। বিরোধীরাও বিষয়টি নিয়ে উত্তর প্রদেশ এবং কেন্দ্রের বিজেপি সরকারের উপর আঙুল তুলছে।  

You may also like