বক্সনগরঃ
শাসকের চাকচমকপূর্ন প্রচারের জবাবে বিরোধীদের জৌলুসহীন নীরব প্রচার। স্বদলীয় প্রাথীদের সমর্থনে শনিবার বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রচারে একদিকে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যদিকে সি.পি.আই.এম রাজ্য সম্পাদক। মুখ্যমন্ত্রী শোনালেন উন্নয়নের ফিরিস্তি। অন্যদিকে সি.পি.আই.এম রাজ্য সম্পাদকের বক্তব্য বাম আমলের উন্নয়নমূকল কাজ গুলি মেরামতি পর্যন্ত করেনি বর্তমান সরকার।
একদিকে বর্তমান সরকারের নেতা মন্ত্রীদের রাজ্যের উন্নয়নের ফিরিস্তি। অন্যদিকে তার খন্ডন। শনিবার যেন উপ-ভোটকে সামনে রেখে জমে উঠেছিল বক্সনগর বিধানসভা কেন্দ্রের শাসক – বিরোধীদের ভোট প্রচার। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্সনগর কেন্দ্রের উত্তর কলমচৌড়া বাজার শেডে মিলিত হয়েছিলেন দলীয় পৃষ্ঠা প্রমুখদের সম্মেলনে। সেখানে ভাষণ রাখতে গিয়ে মুখমন্ত্রী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমুলক কাজের বিভিন্ন দিক তোলে ধরেন। বলেন বিরোধী সি.পি.আই.এম দলের তরফে এই কেন্দ্রটিতে প্রার্থী দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু তাদের কাছে কোন ইস্যু নেই। তাই তাদেরকে এমনকি তাদের প্রার্থীকে ভোট প্রচারে পর্যন্ত দেখা যাচ্ছে না তেমন ভাবে।
অন্যদিকে বক্সনগরের ভেলুয়ারচর বাজারে বাজার সভা করেন সি.পি.আই.এম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি ভাষণ রাখতে গিয়ে বলেছেন বাম সরকারের আমলে সেচ থেকে বিদ্যুৎ এমনকি রাস্তাঘাটের উন্নয়নমূলক যে কাজ গুলি হয়েছিল এসবের মেরামতি পর্যন্ত করে করতে পারছে না বর্তমান সরকার। প্রায় পৌনে ২ লক্ষ ভাতা প্রাপকের ভাতা কেটে ভাতার পরিমান ২০০০ টাকা করে শাসক দলের নেতা মন্ত্রীরা নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছেন।
ভোট বাজারে শাসক বিরোধীরা নিজেরা নিজেদের মতো করে বক্তব্য রাখছেন। কিন্তু চুপচাপ নিজেদের অবস্থান তৈরী করছেন ২ কেন্দ্রের ভোটাররা। কি হবে আদতে ? তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণা পর্যন্ত।