উদয়পুরঃ
অগ্নি নির্বাপক দপ্তরের ফোন বন্ধ। জরুরী পরিষেবায় অসুবিধার সম্মুখীন সাধারণ মানুষ। সবচাইতে জরুরি দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর। দিন-রাত ১২ মাস এই দপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে অসংখ্য মানুষের প্রাণ বাঁচে এই রাজ্যে। তবে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের আধকারিকদের গাফিলতিতে কলঙ্কিত হতে হল মানুষের সেবায় নিয়োজিত এই মহান পেশার কর্মীদের। দীর্ঘদিন ধরে উদয়পুর অগ্নি নির্বাপক দফতরের ল্যান্ড ফোনটি বিকল হয়ে আছে l জানা যায় ল্যান্ড ফোনটির এমন অবস্থা যে বিদ্যুৎ থাকলেই শুধুমাত্র ল্যান্ড ফোনটি জীবিত থাকে l আর বিদ্যুৎ না থাকলে ল্যান্ড ফোনটিতেও প্রাণ থাকে না l ফোন করে আর পাওয়া যায় না l কিন্তু ল্যান্ড লাইনটি সাড়াইয়ের কোন উদ্যোগ নেই আধিকারিকদের। দীর্ঘদিন যাবৎ একই রকম ভাবে চলায় ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে উদয়পুর বাসীর মধ্যে।