বিশালগড়ঃ
হয়ে যেতে পারত আরও একটা বালাসোর। চরম গাফিলতিতে প্রাণ হারাতেন অসংখ্য যাত্রী। ট্রেন দূর্ঘটনার সাক্ষী হত রাজ্যবাসী। বলা চলে অল্পের জন্য বেঁচে গেল শতশত প্রাণ। প্রতিদিনের মত আজও ১০টা ৫০ মিনিটে আগরতলা থেকে সাব্রুমের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী ডেমো ট্রেন। ১১টা ৩০ মিনিট নাগাদ বিশালগড়ের গৌতমনগর রেল ব্রীজের কাছে আসতেই বড় ধরনের বিপাকে পরে রেলটি। রেল ট্র্যাকে রাখা পাথর বোঝাই ট্রলির সাথে সংঘর্ষ হয় ট্রেনটির। বেশ কিছুক্ষণ হেঁচড়ে কয়েক মিটার দূরে গিয়ে দাঁড়ায় যাত্রীবাহী ট্রেনটি। স্টেশন মাস্টার সহ লাইনম্যানের চরম গাফিলতির কারণে আজ বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারত । এই সময়ে যাত্রীবাহী ট্রেনটি আসবে জেনেও রেল ট্র্যাকে পাথর ছড়ানোর কাজ করা শ্রমিকরা পাথর বোঝাই ট্রলিটি রেল ট্র্যাকের উপরেই রেখে দেয়। ট্রলির সাথে সংঘর্ষের পরে ট্রেনটি ট্র্যাক থেকে সরে গেলেই বালাসোরের মত আরও একটা বড় দূর্ঘটনা ঘটে যেতে পারত রাজ্যে। তবেবরাত জোরে তা হয়নি। এবং কোন ক্ষয়ক্ষতি হয়নি যাত্রীদের। তবে দূর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রাজধানী থেকে আরও একটি ইঞ্জিন আনা হয়। এবং দীর্ঘ চার ঘন্টা পর ট্রেনটি বিশালগড় থেকে সাব্রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই সময়ে চরম দূর্ভোগে পরতে হয় যাত্রীদের। ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি, আরপিএফ সহ রেল দপ্তরের একাধিক আধিকারিকরা। বিকেল ৩টা ১অ মিনিট নাগাদসাব্রুমের উদ্দেশ্যে রওনা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলে যাত্রীরা।