Home BREAKING NEWS মুড়ির পুটলির মত গাঁজা পাচার হচ্ছে রাজ্যে

মুড়ির পুটলির মত গাঁজা পাচার হচ্ছে রাজ্যে

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

নেশা বিরোধী অভিযান চালিয়ে একের পর এক সাফল্য পাচ্ছে রাজনগর পিআরবাড়ি থানার পুলিশ।গতকাল গভীর রাতে নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারো সাফল্য পেল রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ ।‌ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ২০০ নং ব্যাটেলিয়নের সীমান্ত সুরক্ষা বাহিনী যৌথ উদ্যোগে চলে এই অভিযান। অভিযানটি হয় রাজনগর ব্লকের কমলাপুরের ইন্দিরা নগর গ্ৰামের বাসীন্দা দীপক দাসের বাড়িতে। অবৈধ নেশা সামগ্রী উদ্ধার সহ গ্ৰেপ্তার করতে সক্ষম হয় কুখ্যাত নেশা কারবারি দীপক দাসকে । বিএসএফ জিব্রাঞ্চের ইন্সপেক্টর জি এন মধু, ইন্সপেক্টর সন্তরাম ও পি আর বাড়ি থানার ওসি তথা ইন্সপেক্টর রতন রবি দাস নেতৃত্বে পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয় । এই অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে সত্তর কেজি গাঁজা উদ্ধার করার পাশাপাশি নেশাকারবারের সাথে যুক্ত দীপক দাসকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিআরবাড়ি থানাতে। পুলিশ অভিযুক্ত নেশাকারবারি দীপক দাসের বিরুদ্ধে এনডিপিএস এক্টে ধারা নিয়ে শুক্রবার দুপুরে পুলিশ রিমান্ড চেয়ে বিলোনিয়া আদালতে সোপর্দ করে । রাজনগর পিআরবাড়ি থানাতে যার মামলার নম্বর ২০২৩ / ০৫৮ । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজনগর পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান, কে কে, এই নেশা কারবারির পেছনে যুক্ত আছে তদন্ত চলছে ।

You may also like