বিলোনিয়াঃ
দুই উপ নির্বাচনী কেন্দ্রে ততটা প্রভাব না দেখা গেলেও, শুক্রবার বিলোনিয়া শহরে দেখা গেল লাল ঝাণ্ডার দৃপ্ত মিছিল ও সভা। কাজ, খাদ্যের সংকট, বিদ্যুৎ বিভ্রাট, ভাতা নিয়মিত চালু ও রাস্তাঘাট সংস্কারের দাবি নিয়ে হয় বামপন্থীদের মিছিল। শুক্রবার দুপুর বারটা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে থেকে লাল ঝান্ডর একটি সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলটি সিপিআইএম মহকুমা কার্যালয় থেকে শুরু করে থানা চৌমুহনি হয়ে জগন্নাথ বাড়ী হয়ে এক নং টিলায় এসে শেষ হয় এবং সেখানে হয় পথসভা। মিছিলের শুরুতে এই দাবি গুলো নিয়ে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক, দক্ষিন জেলা সম্পাদক তাপস দও,, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার,বিধায়ক দীপংকর সেন, অশোক মিত্র, গনমুক্তি পরিষদের নেতৃত্ব গোপাল রিয়াং, ছাত্র যুব নেতৃত্ব মধুসূদন দত্ত, সুকান্ত মজুমদার সহ বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।