ধর্মনগরঃ
দুই আর্ট সোসাইটির পরস্পর কাদা ছোড়াছুড়িতে উত্তপ্ত উত্তর জেলার ধর্মনগর শহরের অভিভাবক মহল ও শিশু অঙ্কন শিল্পীরা। কারা সঠিক কাদের কাগজপত্র বৈধ তা নিয়ে আলোচনা সমালোচনা চলতে চলতে তা এখন গিয়ে পৌঁছেছে আইনের দরজায়। জানা গেছে গত ২৫ জুলাই ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের কাগজপত্রের বৈধতা এবং জালিয়াতির অভিযোগ তুলে ধরা হয়েছিল।সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার ত্রিপুরা আর্ট সোসাইটির সাংবাদিক সম্মেলনকে মিথ্যা প্রচার এবং সাধারণ অভিভাবক ও শিল্পীদের বিভ্রান্ত করা হয়েছে বলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য ধর্মনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার কপি ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক এবং উত্তর জেলা পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে। উল্লেখ্য কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফট এর পক্ষ থেকে জানানো হয়েছে এই মামলা শুধুমাত্র ধর্মনগরই নয়, মুম্বাই দিল্লি নাগাল্যান্ড এবং উত্তর জেলার বিভিন্ন মহকুমা থেকে ত্রিপুরা আর্ট সোসাইটির এরূপ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করে মামলা করা হবে। তাদের পক্ষ থেকে জানানো হয় কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফ্ট জাতীয় স্তরের একটি কেন্দ্রীয় রেজিস্টার সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে বাচ্চাদেরকে সঠিক সিলেবাস এর মাধ্যমে আর্ট শিখানো হয়। তাছাড়া সময় সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এডমিট কার্ড প্রদান করে পরীক্ষা গ্রহণের পদ্ধতি রয়েছে। শুধুমাত্র তাই নয় সোসাইটি এক্ট অনুযায়ী যে বাৎসরিক অডিট করার নিয়ম রয়েছে তাও যথাযথ সময়ে করা হচ্ছে। তাই ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে যেসব উক্তি করা হয়েছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিজেদেরকে দুর্নীতির বেড়াজাল থেকে মুক্ত করতে তারা বৈধ কাগজপত্র যুক্ত একটি সংস্থার বিরুদ্ধে অযথা মিথ্যা এবং গ্রহণযোগ্যহীন খবর বিভিন্ন মাধ্যমে রটানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় আইনি পদক্ষেপ গ্রহণ করার কাজ শুরু হয়ে গেছে। অভিভাবক এবং শিশুদের যাতে অঙ্কন শিক্ষার নামে আর প্রতারিত হতে না হয় তার জন্য কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড সোসাইটি সঠিক পথে মানুষকে বিভ্রান্ত থেকে মুক্ত করতে কাজ করে চলেছে।