ধর্মনগরঃ
কীটনাশক (বিষ) খেয়ে মৃত্যু এক গৃহবধুর।মৃত গৃহবধূর নাম মিনতি নাথ(২৩)। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের ঠেখনি এলাকায়।জানা গেছে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পূর্বে সামাজিক ভাবে মিনতি নাথের সাথে সামাজিক ভাবে বিয়ে হয় ঠেখনি এলাকার টিংকু নাথের। টিংকু পেশায় কাঠ মিস্ত্রি। এরপর তাদের সংসারে জন্ম নেয় এক মেয়ে সন্তানের। বর্তমানে মেয়ের বয়স আনুমানিক দুই বছর। এতদিন সব ঠিকঠাক থাকলেও প্রায়শই তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হতো বলে অভিযোগ। শুক্রবার দিনে তাদের মাঝে প্রচন্ড ঝগড়া ঝাটি হয়। এদিন বিকেল পাচটা নাগাদ হঠাৎ স্বামী চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশী তাদের বাড়িতে ছুটে গেলে দেখতে পান গৃহবধূ অচৈতন্য অবস্থায় মাঠিতে পড়ে রয়েছে।তখন স্বামীকে জিজ্ঞেস করলে সে জানায় ঘরে থাকা কীটনাশক (বিষ) খেয়েছে তার স্ত্রী। তখন স্বামী সহ উপস্থিত লোকজন গৃহবধূকে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন।পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চিকিৎসারত অবস্থায় সেখানেই গৃহবধূর মৃত্যু হয়।যদিও এবিষয়ে মৃতার স্বামী এব্যাপারে কোন প্রতিক্রিয়া দেয়নি। এদিকে মৃতার এক কাকি শাশুড়ি জানান,তারা এদিন দিনের বেলা স্বামী স্ত্রীর ঝগড়া ঝাটি শুনতে পন। তারপর বিকেলে ডাকাডাকি শুনে গিয়ে দেখতে পান গৃহবধূ কীটনাশক খেয়ে ঘরে পড়ে রয়েছে। তবে কি কারণে কীটনাশক খেয়ে মৃত্যু হলো তা তিনি বলতে পারেন নি।গোটা ঘটনায় কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।