ধর্মনগরঃ
সংবাদ মাধ্যমের কাজ সত্য নিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সম্পুর্ন তথ্যের ভিত্তিতেই একটি খবরের উপস্থাপনা হওয়া প্রয়োজন। তবে বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যে যথাযথ অভিজ্ঞতা এবং জ্ঞানের অভাবে ভুল পথে ধাবিত হচ্ছেন একাধিক সংবাদকর্মীরা। এমনই এক ঘটনা সামনে এল ধর্মনগর থেকে। চলতি মাসের ২০ তারিখ ছিনতাইবাজরা ট্রাফিক পুলিশের ছদ্মবেশে বাইক ছিনতাই করে উত্তর জেলার ধর্মনগরে। গত শনিবার রাতে বৈঠাংবাড়ির ভগীরথপাড়া এলাকার রাজু রিয়াং নামে এক যুবক তার নীল রঙের হোন্ডা বাইক নিয়ে ধর্মনগর অফিসটিলা কালিবাড়ি রোড হয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় ট্রাফিক পুলিশের পোশাকে থাকা কয়েকজন ছদ্মবেশী প্রতারক তাকে আটক করে ৷ রাজু রিয়াং এর মাথায় তখন হেলমেট ছিলনা। ছদ্মবেশী ট্রাফিক পুলিশরা বাইক আরোহী রাজু রিয়াংকে থামিয়ে প্রথমে কিছু টাকা চায়। টাকা না দেওয়ার কারণে বাইকের চাবি সহ বাইক তুলে নিয়ে যায় । পরেরদিন বাইল চালক রাজু রিয়াং এবং তার বাবা শ্রীধাম রিয়াং তাদের বাইকটি থানা থেকে নিতে আসে। কিন্তু ধর্মনগর থানায় বাইকটি দেখতে না পেয়ে তারা পরবর্তী সময়ে ধর্মনগর ট্রাফিক অফিসেও যোগাযোগ করে কিন্তু সেখানেও কোনো হদিস মিলেনি বাইকটির ৷ পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর পুলিশকে জড়িয়ে একটি তথ্যহীন খবর প্রকাশিত হয় । সত্যতা যাচাই না করে সংবাদটি প্রকাশিত হয় বলে অভিযোগ। এই ঘটনার তিন দিনের মাথায় বুধবার নিজে থেকে ধর্মনগর থানায় এসে এক মীমাংসা নামা দিয়ে যায় রাজু রিয়াং এর পিতা শ্রীদাম রিয়াং। এই মীমাংসা নামায় রাজু রিয়াং নিজে স্বীকার করে বাইকের বিষয়ে গত ২০ তারিখ যে অভিযোগ জানানো হয়েছিলো তা সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনা সামনে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঘটনার সত্যতা যাচাই না করে সংবাদ পরিবেশন করার জন্য পুলিশ আইনী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা যায়।