উদয়পুরঃ
চাকরি প্রতারণার দায়ে জনরোষে পরে মা-মেয়ে। প্রতারক চক্রে এখন মহিলারাও সক্রিয় রাজ্যে। চাকরি দেওয়ার নাম করে এক পরিবার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা প্রতারণার অভিযোগ। দীর্ঘদিন পর হঠাত সেই মহিলাকে পেয়ে আটক করে এলাকাবাসী। পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। উদয়পুর ছনবন এলাকার এক পরিবারের কাছ থেকে চাকরি দেবার নাম করে দফায় দফায় ১ লক্ষ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় এক মহিলা। চাকরি তো দুরের কথা, টাকা নিয়ে চম্পট দেয় সেই মহিলা। অবশেষে সেই প্রতারক মহিলাকে আতক করে উত্তম মধ্যম দেয় পুলিশ।