Home BREAKING NEWS Abu Khayer Suspended : ছয় মাসের জন্য বহিষ্কৃত আবু খায়ের

Abu Khayer Suspended : ছয় মাসের জন্য বহিষ্কৃত আবু খায়ের

by News On Time Tripura
0 comment

আগরতলাঃ

ধনপুর এবং বক্সনগর উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনের পক্ষে মুসলমান ভোটারদের আপীল করেছিলেন ২০২৩ সালে বক্সনগর থেকে তিপ্রামথা প্রার্থী আবু খায়ের। শুক্রবারে সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এই কথা বলেছিলেন তিনি। শনিবার আবু খায়েরকে ছয় মাসের জন্য বহিস্কার করল তিপ্রামথা। দলের দাবী বিজেপিকে সমর্থন করার কথা আবু খায়েররের ব্যক্তিগত, দল এই বক্তব্যে সহমত নয়। আর দলের সিদ্ধান্তের বাইরে এই বক্তব্যের জন্য আব্য খায়েরকে ছয় মাসের জন্য বহিস্কার করা হয়। এই বিষয়ে শনিবার সংবাদ মাধ্যমে জানান বিরোধী দলনেতা তথা তিপ্রামথা নেতা অনিমেষ দেব্বর্মা।

You may also like