সোনামুড়াঃ
গত বিধানসভা অধিবেশনে বিধানসভাকে সার্কাসের রেম্পে পরিণত করেছিল বিরোধীরা। মানুষ তাদের কার্যকলাপ দেখছে। তাই মানুষ এই উপ -নির্বাচনেও বি.জে.পিকেই সমর্থন করবে। উপ-নির্বাচনে দলীয় ২ প্রার্থীর মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সোনামুড়ায় আয়োজিত সভায় এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
বক্সনগর ও ধনপুর উপ-নির্বাচনের মনোনয়ন পাত্র দাখিলের শেষ সময়সীমা ছিল বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত। মনোনয়ন পাত্র দাখিলের শেষ দিনে ধনপুর বিধানসভা কেন্দ্রের বি.জে.পি প্রার্থী বিন্দু দেবনাথ ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের বি.জে.পি প্রার্থী তাফাজ্জল হোসেন তাদের মনোনয়ন জামা করেন। এই উপলক্ষে বিজেপির উদ্যোগে মিছিল ও সভা হয় সোনামুড়ায়। শহরের নেতাজি চৌমুহনীতে আয়োজিত সভায় ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন মানুষ সব দেখেন। বিধানসভার গত বাজেট অধিবেশনে বিরোধীরা বিধানসভার টেবিলে উঠে নাচানাচি করেছিল ।আরেক বিধায়ক গঙ্গা জল ছিটিয়েছেন বিধানসভায় ।যা বিধানসভার মর্যাদা ও গণতন্ত্রের জন্য লজ্জাস্কর। যেন বিধানসভাকে সার্কাসের রেম্প বানিয়ে ফেলেছিলেন বিরোধীরা। তাছাড়া গত বিধানসভা নির্বাচনের ন্যায় সি.পি.আই.এমকে কংগ্রেসের সমর্থন প্রদান বিষয়টি সাধারণ মানুষ ভালো ভাবে মেনে নেবেন না বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি আশা ব্যাক্ত করেছেন উপ-নির্বাচনে এই ২ কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীরা জয়ী হবে।
দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যী প্রশ্ন তুলেছেন সি.পি.এমের দীর্ঘ ২৫ বছরে গোটা রাজ্যের সাথে সোনামুড়া মহকুমাতেও কংগ্রেসের বহু নেতা কর্মী খুন হয়েছেন। এই অবস্থাতেও কংগ্রেস সি.পি.আই.এমকে সমর্থন করে কিভাবে ? বিষয়টিকে অশুভ আঁতাত বলেই আখ্যায়িত করেছেন রাজীব ভট্টাচার্যী।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিককদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন এই ২ কেন্দ্রের উপ-নির্বাচনে মোদী মন্ত্রেই জয়জয়কার হবে বিজেপির। কারন গোটা দেশিই প্রধানমন্ত্রী মোদির কাছে একটি পরিবার।দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক রয়েছে। আর এর মাঝের সেতু বন্ধন বা প্রধানমন্ত্রীর বার্তা মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করছেন দলের নেতা কর্মী বিধায়করা।উপ-নির্বাচনে বিরোধী দল প্রার্থী না দেওয়ার বিষয়টি বি.জে.পির ক্ষেত্রে কোন প্রভাব পড়বেনা বলেই জানিয়েছেন প্রতিমা ভৌমিক। পরিস্থিতির নিরিখেই দল নির্বাচনী রণকৌশল ঠিক করবে বলে মন্তব্য তার।
মনোনয়নপাত্র দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল আজ তথা বৃহস্পতিবার পর্যন্ত। ধনপুর কেন্দ্রে বিজেপি ,সিপিএম ছাড়াও ৩ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আর বক্সনগর কেন্দ্রে বিজেপি ,সিপিএম ছাড়া ২ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন। শুক্রবার হবে মনোনয়নপত্র গুলি পরীক্ষানিরীক্ষার কাজ। আগামী ২১ তারিখ পর্যন্ত রয়েছে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়সীমা। এর পরই বুঝা যাবে কে কে রয়েছেন নির্বাচনী প্রতিদন্দীতায়।