বিশ্রামগঞ্জঃ
পর পর দুটি যান দূর্ঘটনায় নিহত ১, আহত ৮ জন। সিপাহীজলা ট্র্যাফিক ব্যবস্থার উপর উঠছে প্রশ্ন। বুধবার বিকাল ৫টা নাগাদ চড়িলাম বিধানসভার বিশ্রামগঞ্জ এলাকায় সিপাহীজলা জেলা শাসক অফিস সংলগ্ন আসাম-আগারতলা জাতীয় সড়কে ভয়াবহ এক যান দূর্ঘটনায় ঘটনাস্থলেই প্রান হারায় এক, গুরুতর আহত ছয় জন। উদয়পুরের দিক থেকে TR031332 নম্বরের যাত্রীবাহী একটি বাস আগরতলা যাওয়ার পথে বিশ্রামগঞ্জ এস.পি অফিস সংলগ্ন নতুন পেট্রোল পাম্পের সামনে পৌছতেই অপর দিক থেকে আসা TR01AP1630 নম্বরের রড বোঝাই বোলেরু গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দূর্ঘটনা এতটাই বীভৎস ছিল বোলেরো গাড়ির রড, বাস গাড়িটির সামনের কাচ ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘটনাস্থলেই এক বাস যাত্রীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এই ভয়াবহ দূর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। পরে প্রত্যক্ষদর্শীদের দেওয়া খবরে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দূর্ঘটনায় আহত প্রত্যেককে উদ্ধার বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে রেফার করে এবং মৃত ব্যক্তিকে হাসপাতালের মর্গে পাঠায়। ৬ জন আহতের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে, আহতরা হল বিল্লাল মিয়া, পাপাই রায়, জুটন দেবনাথ, দ্বীপ পাল, কাজল রানী দাস। মৃত ব্যক্তির এবং সর্বাধিক আহত একজনের পরিচয় পাওয়া যায়নি।
দ্বিতীয় দূর্ঘটনাটি একই রাস্তায় বিশ্রামগঞ্জ থানাধীন পরিমল চৌমুহনী এলাকায় ঘটে। স্কুটি দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় দুইজন। জানা গেছে, শেখ সালা উদ্দিন নামে এক স্কুটি চালক, এক পথচারী নিধন দেবনাথকে ধাক্কা দেয়। এতে দুজনই আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। স্কুটি চালকের বাড়ি কলকাতায়।