বিলোনিয়াঃ
পরিস্থিতি মানুষকে কি না করায়। একদা শিক্ষক আজ নেশা বেপারী। এই সমাজের জন্য এর থেকে বড় অভিশাপ আর কি হতে পারে ? রাজনগরের পিআর বাড়ি থানার পুলিশ এবং স্থানীয় যুবকদের হাতে বুধবার হাতেনাতে ধরা পরল এক নেশা কারবারী। আর কপালগুনে সেই নেশা কারবারী একজন ১০৩২৩ এর চাক্যরীচ্যুত শিক্ষক। রাজনগর ব্লকের কমলপুর এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয় সেই চাকুরিচ্যুত শিক্ষককে । নাম পরিতোষ পাল । ১০৩২৩ এর পর এবার নেশা বেপারীর কলঙ্ক মাথায় নিলেন তিনি। তাঁর বাড়ি থেকে নেশা সামগ্রি ক্রয় করে বের হবার পথেই তিন নেশাখোর যুবককে আটক করে স্থানীয় যুবকেরা। তারপরই পুলিশকে খবর দিয়ে পরিতোষ পালের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশ পরিতোষ পালকে গ্রেপ্তার করেছে। তবে এ রাজ্যে চাকুরিচ্যুত এই পরিবারগুলি আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন গুজরান করছে তা ঠিক। কেউ সিব্জি বিক্রি করছে, তো কেউ দিনমজুরের কাজ করছে। তাই বলে নেশার ব্যবসা করা কোনভাবেই মেনে নেওয়া যায় না।