আগরতলাঃ
ধনপুর – বক্সনগর উপ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস ও তিপ্রামথা। ২৩ এর বিধানসভা নির্বাচনের পথে হাটেনি তিপ্রামথা। বিজেপির বিরুদ্ধে উপনির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বী সিপিআইএম। আর এই অঙ্ক শাসক দলের জন্য চ্যালেঞ্জ হতে পারে তাতে কোন সন্দেহ নেই। ধনপুরে তিপ্রামথার সাড়ে আট হাজারের বেশী ভোটের কারনেই ৫০ বছরের লাল দূর্গে পদ্ম ফোটাতে পেরেছিল বিজেপি। আর সেই সময় বিজেপির প্রার্থী ছিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। সেই স্থানে এবারের উপ নির্বাচনে মথা বিহীন লড়াইটা ততটা সহজ হবেনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বক্সনগরে লড়াইটা আরও বেশী শক্ত হবে। উপনির্বাচনেও বামফ্রন্টের তড়িঘড়ি প্রার্থী ঘোষনার পর প্রদেশ কংগ্রেসে বিক্ষোভ দেখা দিলেও শেষ পর্যন্ত বিজেপিকে হারাতে সিপিএমের প্রার্থীকেই সমর্থনের পথে হাটল কংগ্রেস।
অন্যদিকে তিপ্রামথাও উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা এই উপ নির্বাচনে কাদের সমর্থন করবে তা স্পষ্ট করেনি। বিরোধী দলনেতা তথা তিপ্রামথা বিধায়ক অনিমেষ দেব্বর্মা জানান তারা চিকেনও খাবেন না, মটনও খাবেন না। কি খাবেন , তা জানাবের ২০ তারিখ।