আগরতলাঃ
এবার কি দলত্যাগ করছেন বিরজিত সিনহা ? বর্মন বনাম বিরজিত পন্থীর কোন্দলে নাভিশ্বাস প্রদেশ কংগ্রেসে। বর্মন পরিবারের সাথে বিরজিত সিনহার দূরত্ব আগে থেকেই ছিল। আবারও বর্মন পরিবার বিশেষ করে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে নাম না করেই তোপ দাগলেন প্রাক্তন পিসিসি সভাপতি বিরজিত সিনহা। যাদের হাতে কংগ্রেস সুরক্ষিত নয়, তাদের হাতেই এখন কংগ্রেসের দায়িত্ব। বক্তা বিরজিত সিনহা। নাম না করে খোচা মেরেই বললেন, যারা মন্ত্রী বিধায়ক হবার জন্য বিজেপিতে যোগদান করে কংগ্রেস মুক্ত ত্রিপুরার ডাক দিয়েছিল, তারাই আজ কংগ্রেসের সর্বেসর্বা। তা কোন ভাবেই মানা যায় না। এদের কারনেই রাজ্যে কংগ্রেসের ৪৪টি পার্টি অফিস আজও তালাবন্দি। শুনুন প্রাক্তন পিসিসি সভাপতি তথা বর্তমান কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহার বক্তব্য
গোষ্ঠী কোন্দল কংগ্রেসের রক্তে মেশা। এ থেকে বেরিয়ে আসা প্রদেশ কংগ্রেসের পক্ষে সম্ভব নয়। প্রদেশ সভাপতির দায়িত্ব আশিষের কাঁধে আসার পর থেকে সেই কোন্দল আবারও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এখনো কংগ্রেসেই আছি, বিরজিত সিনহার এই বক্তব্যে অনেকেই দলত্যাগের গন্ধ পেতে শুরু করেছেন।