আগরতলাঃ
এত উন্নয়ন বর্তমান সরকার করেছে, যার বিবরন তুলে ধরতে মুখ্যমন্ত্রীর ৪৫ মিনিট সময় লেগেছে। আমাদের বক্তব্য নয়। এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে রাজ্যের মুল অনুষ্ঠান প্রতিবারের মতই রাজধানীর আসাম রাইফেলস ময়দানে সম্পন্ন হয়। দেশের জাতীয় পতাকা উত্তোলন করে সেখানে রাজ্যবাসীকে সম্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। আর তাঁর বক্তব্যে কোন রাজনৈতিক আলোচনা কিংবা সমালোচনা নয়, শুধুমাত্র রাজ্য সরকারের উন্নয়নের কথা বলতেই মুখ্যমন্ত্রীর ৪৫ মিনিট সময় লেগেছে। তাতেও সবকিছু শেষ করা যায়নি। বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।