আগরতলাঃ
অনেক মুসলিম নেতা চান নি এই দেশ বিভক্ত হোক। জাতির জনক মহাত্মা গান্ধীও চাননি এই দেশ দ্বিখণ্ডিত হোক। আমাদের অনেকের মনেই ভ্রান্ত ধারনা আছে। তবে এটাই বাস্তব। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে আসাম রাইফেলসের ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে সারাদিনই তিনি বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। আগরতলার সংহতি ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দেশ ভাগের বিভীষিকাময় ইতিহাসের কথা পুনরাবৃত্তি করেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি বলেন দেশ ভাগের জন্য রাজি ছিলেন না মহাত্মা গান্ধী, তিনি বলেছিলেন এই দেশ ভাগ হতে গেলে আমার মৃতদেহের উপর দিয়ে তা হতে হবে।