বক্সনগরঃ
বক্সনগর থেকে প্রয়াত বাম বিধায়ক শামসুল হকের ছেলেকে টিকিট দিয়ে উপ নির্বাচনে মাস্টারস্ট্রোক সিপিএমের। এলাকায় জননেতা হিসাবেই পরিচিত এই রাজনেতার প্রয়ানের পর এই অকাল ভোটে তাঁর ছেলেকে দাঁড় করিয়ে সিম্পেথী ভোট আদায়ের পথেই হাটল দল। বক্সনগর বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এই এলাকার সংখ্যালঘু অংশে প্রয়াত শামসুল হকের বিরাট প্রভাব ছিল। রাজনৈতিক পরিচিতির উর্দ্ধেও বক্সনগরে শামসুল হকের গ্রহণযোগ্যতা ছিল সকলের মধ্যে । আর ছেলেকে প্রার্থী করে পিতার সেই প্রভাবকে কাজে লাগাতে চাইছে সিপিআইএম। ২৩ এর বিধানসভা নির্বাচনের বাবার জন্য তথা দলের জন্য প্রচারে অগ্রনী ভুমিক পালন করেছিলেন মিজান হুসেন। এখন দেখার বিষয় পিতার জয়ী রণভূমিতে ছেলে কতটা প্রভাব দেখাতে পারে।