উদয়পুরঃ
সংবাদের জানা যায় শনিবার দুপুরে মনপাথর এলাকা থেকে একটি বাইক চুরির অভিযোগ আসে মনপাথর থানায়, বাইক চুরি হওয়ার অভিযোগ পেয়ে মনপাথর থানার পুলিশ কর্মীরা গোটা এলাকায় তল্লাশি চালিয়েও বাইক উদ্ধারে ব্যর্থ হয়। এদিকে আর কেপুর থানার অন্তর্গত উদয়পুর ফুলকুমারী ক্যালেন চৌমনি এলাকায় রাতের বেলায় আরকেপুর থানার ASI দুলাল দাস মোবাইল ডিউটি চলাকালীন সময় দেখতে পায় এক যুবক একটি বাইক নিয়ে যাচ্ছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ কড়ায় তার মুখ থেকে সন্দেহজনক ভাবে বেশ কিছু কথা বেরিয়ে আসে। এটি আর কেপুর থানার কর্মরত ASI দুলাল দাস বুঝতে পারে এটি চুরি করা বাইক। সঙ্গে সঙ্গে অভিযুক্ত অজিত জমাতিয়াকে গ্রেপ্তার করে তার কাছ থেকে মোটর বাইক টি বাজেয়াপ্ত করে নিয়ে আসে থানায়। এদিকে বাইক উদ্ধার হওয়ার ঘটনা সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর মনপাথর ফাঁড়ি পুলিশ কর্মীদের নজরে আসে। রবিবার দুপুর তিনটা নাগাদ আর কেপুর থানা থেকে অভিযুক্ত এবং চুরি হয়ে যাওয়া বাইকটি নিয়ে যায় মনপাথর ফাঁড়ি পুলিশ কর্মীরা। পাশাপাশি গতকাল যেই অফিসার মোবাইল ডিউটিতে ছিলেন তারপর প্রশংসা করেন।