Disterbing Image
তেলিয়ামুড়াঃ
রেললাইনে কাটা পড়ে এক যুবতীর মৃত্যুর ঘটনা সামনে এলো তেলিয়ামুড়াতে রবিবার। ঘটনা তেলিয়ামুড়া জি.আর.পি থানার অন্তর্গত ১২৯ নং পিলার সংলগ্ন এক জনমানব হীন স্থানে।
খবরে প্রকাশ,, তেলিয়ামুড়া জিআরপি থানার অন্তর্গত ১২৯ নং পিলার সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে,, তেলিয়ামুড়া জিআরপি থানায় খবর আসে রবিবার সকালে রেল লাইনের উপরে ক্ষতবিক্ষত অবস্থায় মৃতদেহটি পড়ে রয়েছে, সাথে সাথেই জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। শেষ সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহটি রয়েছে তেলিয়ামুড়া হাসপাতালেই যদিও এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায় নি। তবে জিআরপি পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে এটা একটা জনজাতি অংশের মহিলা বা যুবতীর মৃতদেহ।
এখানে উল্লেখ করা প্রয়োজন,, যে জায়গায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে সে জায়গাটা জনমানব হীন এবং তার আশপাশে কোন বসতি নেই। এখন অনেকে এই মৃত্যু নিয়ে অনেক রকমের মত প্রকাশ করছেন । আবার যেহেতু জন মানবহীন এলাকায় এমন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, অন্য কোন জায়গা থেকে খুন করে এখানে এনে ফেলে রাখা হয়েছে কিনা এটাও কিন্তু আলোচ্য বিষয়।
তবে সবটাই তদন্ত সাপেক্ষ। জি.আর.পি পুলিশের বক্তব্য অনুযায়ী তদন্ত চলছে, এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে। সব মিলিয়ে এই রেললাইনে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা তেলিয়ামুড়া জুড়ে।