ধর্মনগরঃ
“হর ঘর তিরঙ্গা”মেরি মিট্টি মেরা দেশ এই স্লোগানকে সামনে রেখে প্রদেশ যুব মোর্চার আহ্বানে উত্তর জেলার ৫৪ কদমতলা কুর্তি মন্ডলের বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় তিরঙ্গা বাইক রেলি। রবিবার সকাল সাড়ে এগারোটায় এই তিরঙ্গা বাইক রেলিটি বিধানসভা কেন্দ্রের বরগুল এলাকা থেকে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি পরিক্রমা করে চুরাইবাড়ি রেল স্টেশনের সামনে এসে সমাপ্তি ঘটে।এদিনের তিরঙ্গা বাইক রেলিতে উপস্থিত ছিলেন কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস সহ জেলা যুব মোর্চার নেতৃত্ব গন।এদিন তিরঙ্গা বাইক রেলিতে পাঁচ শতাধিক বাইক নিয়ে যুব মোর্চার কর্মীরা তিরঙ্গা বাইক রেলিতে সামিল হন।এদিন বাইক রেলি শেষে এক সাক্ষাৎকারে মন্ডল যুব মোর্চার সহ সভাপতি জন্মজিৎ কানু বলেন, তিরঙ্গা বাইক রেলিতে ব্যাপক সাড়া পেয়েছেন।জেলা যুব মোর্চার নেতৃত্ব থেকে শুরু করে বুথ লেভেল পর্যন্ত অনেক সাহায্য সহযোগিতা করেছেন এই তিরঙ্গা বাইক রেলিতে।