বিলোনিয়াঃ
বিলোনিয়া মহকুমাধীন দক্ষিণ সোনাইছড়ি বাজরে সংঘটিত হয় চুরিকান্ড। গতকাল রাতে ও শহর ছাড়িয়ে গ্রামে হানা দিলো সেই নিশি কুটুম্বের দল,রাত প্রায় ৩ টা নাগাদ দক্ষিণ সোনাইছড়ি বাজারের দুইটি দোকান থেকে চুরির ঘটনা বিলোনিয়া দক্ষিণ সোনাইছড়ি বাজারে। রাকেশ মজুমদার তার দোকান থেকে জুতো সহ আরো অন্যান্য সামগ্রী চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। এর পাশে নন্দ দত্তের মিষ্টি দোকান সেই মিষ্টি দোকান থেকেও নগদ টাকা সহ কিছু খাওয়া জিনিস নিয়ে যায় চোরেরা। সকালবেলায় দোকান খুলে মালিক হতভম্ব খবর দেয়া হয় বিলোনিয়া থানায়,খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া থানায় পুলিশ । চুরি যাওয়া দোকানে মালিকের সাথে কথা বলেন এবং মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন। এখন দেখার বিষয় নিশি কুটুম্বের বারবারন্ত থেকে শহরবাসীকে নিস্তার দিতে বিলোনিয়া থানার পুলিশ বাবুরা কতটুকু সচেষ্ট হন।