উদয়পুরঃ
বৃহস্পতিবার কাকরাবন থানার অন্তর্গত পূর্ব পালাটানা এলাকায় একই রাতে দশটি বাড়ি ও দোকানে চুরি কাণ্ড সংগঠিত করে চোরের দল। সেই চুরির ঘটনা তদন্ত শুরু হওয়ার আগে বৃহস্পতিবার রাতে আবারও চারটি দোকান ও বাড়িতে চুরিকাণ্ড সংগঠিত হল রাধাকিশোরপুর থানার অন্তর্গত টেপানিয়া এলাকায়। উদয়পুর মহকুমাতে ১৮ টি জায়গায় চুরির ঘটনা চাউর হতে আতঙ্ক বিরাজ করছে শহরবাসীর মধ্যে। যদিও সবকটি চুরির ঘটনা খুব গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা । তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে উদয়পুর শহরে একটা অংশের যুবসমাজ ড্রাগসের নেশায় আসক্ত। নেশার টাকা জোগাড় করার জন্যই এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছে নেশাখোররা । সাধারণ মানুষের দাবি আরক্ষা প্রশাসন যেন ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে অতিসত্বর । না হলে অচিরে ধ্বংস হয়ে যাবে যুবসমাজ এবং সমাজে ঘটে চলবে অপরাধমূলক নানা ঘটনা। কিন্তু সব মিলিয়ে প্রশ্ন উঠছে উদয়পুর শহরে রাধা কিশোরপুর থানার বিরুদ্ধে । একদিকে যখন রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করা হয়। আর অন্যদিকে গোটা উদয়পুর মহকুমায় শহর বাসীরা অনিদ্রায় রাত যাপন করতে হচ্ছে প্রতিদিন ।