কুমারঘাটঃ
মঙ্গলবার সন্ধ্যায় কুমারঘাট থানার ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ ও অন্যান্য ট্রাফিক পুলিশের তৎপরতায় কুমারঘাট থানাধীন ৯১ মাইল এলাকায় আসাম-আগরতলা ৮ নং জাতীয় সড়কের উপর নাকা চেকিং চলাকালীন সময়ে টিআর০১টি ০৭৪৫ নম্বরের একটি চার চাকার গাড়ি ভেতর থেকে ৪২ কেজি শুকনো গাঁজা সহ তিন যুবককে আটক করা হয়। সোনামুড়া থানা এলাকা থেকে বেশ কয়েকটি থানা অতিক্রান্ত করে ফটিকরায় উপর দিয়ে গাঁজা গুলি পাচার করে নিয়ে যাওয়ার সময় কুমারঘাট ৯১ নব্বই এলাকায় ধরা পরে তারা। গাড়ির সিট, দরজা থেকে শুরু করে বিভিন্ন গোপন জায়গায় লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল।
ধৃতরা হল ১ /আক্তার হোসেন (বয়স ৩৫), বাড়ি সুনামুডা
২/ জুটন দাস, বয়স ৩০ , বাড়ি সোনামুড়া
৩/ আকাশ বিশ্বাস, বয়স ৩২, বাড়ি সিধাই মোহনপুর
কুমারঘাট থানার পুলিশ এদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে গ্রেপ্তার করে। বুধবার তাদেরকে কৈলাশহর জেলা দালতে তলা হবে।