কৃষ্ণপুরঃ
খারাপ রাস্তার কারনে নিত্য সমস্যায় বাদ্রাই এলাকার বাসিন্দারা।
দীর্ঘবছর যাবৎ বেহাল দশায় ৪৩ মাইল থেকে বাদ্রাই পাড়া যাওয়ার বিকল্প রাস্তা।২৯ কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত মুংগিয়াকামি আর ডি ব্লকের অধীন হলুদিয়া এডি সি ভিলেজের অন্তর্ভুক্ত ৪৩ মাইল থেকে বাদ্রাই পাড়া এলাকায় যাতায়াতের রাস্তা টি সারাইয়ের অভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে এলাকার জনজাতি অংশের মানুষ । মূলত এলাকার মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত সহ জুম চাষের বিভিন্ন সামগ্রী বাজারজাত করার জন্য জাতীয় সড়কের পাশে, মুংগিয়াকামি বা তেলিয়ামুড়া বাজারে নিয়ে আসেন। কিন্তু গত কয়েক বছর যাবৎ সংস্কারের অভাবে যাতায়াতের অনুপযুক্ত হয়ে রয়েছে এই রাস্তাটি । কয়েক দিনের বৃষ্টির মরসুমে রাস্তাটি আরও বেহালদশা হয়ে ওঠে।যার কারনে এলাকার মানুষ জনরা বিভিন্ন সামগ্রী নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না বলে অভিযোগ। অন্য দিকে অসুস্থ রোগী কিংবা বয়স্ক ব্যক্তিদের যাতায়াতে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা খারাপ থাকার কারনে মুমূর্ষু রোগিদের কাদে কিংবা ভারে করে নিয়ে আসতে হয় জাতিয় সড়কে। একেতো উচু নিচু পথ এর উপর খানাখন্দে ভরপুর। ফলে নিত্য দিন এলাকায় বসবাসরত জনজাতি পরিবার গুলো সমস্যায় ভোগছে। বর্তমানে এলাকাবাসীদের দাবী রাজ্য প্রশাসন যাতে অতি দ্রুত রাস্তা টি সংস্কার করে দেয়।