কৃষ্ণপুরঃ
২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা এলাকায় এক সভার মধ্য দিয়ে ১৬ পরিবার ৬২ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হয়েছে। নবাগতদের গেরুয়া পতাকা দিয়ে দলে বরণ করে নেন বিজেপির খোয়াই জেলা সম্পাদক বিজন কর, কৃষ্ণপুর মন্ডলের সহ-সভাপতি রঞ্জিত সরকার, কৃষ্ণপুর মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি টুটন দেব সহ প্রমুখরা।
এই দল ত্যাগ প্রসঙ্গে নিজের মতামত প্রকাশ করতে গিয়ে বিজন কর দাবি করেন যেভাবে গোটা দেশজুড়ে এবং রাজ্য জুড়ে নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, এতে সাধারণ মানুষরা ব্যাপক উৎসাহিত হয়েই বিভিন্ন দলত্যাগ করে বিজেপি শিবিরে শামিল হচ্ছেন। পাশাপাশি শ্রী কর সহ অন্যান্য বক্তারা দাবি করেন আগামী দিনে এই কৃষ্ণপুর সহ গোটা রাজ্যেই সিপিআইএম সহ বিভিন্ন বিরুধি দলগুলির অস্তিত্ত বিপন্ন হয়ে যাবে।