উদয়পুরঃ
উদয়পুর টেপানিয়া এলাকায় দিন দুপুরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর যখম এক ব্যক্তি। সংবাদের জানা যায় মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ আর কেপুর থানার অন্তর্গত টেপানি বাজারে স্বপন দেবনাথ নামে এক ব্যক্তির সাথে সামান্য বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হয় ওই এলাকারই তপন দেবনাথ নামে এক ব্যক্তির। আরে ঝগড়া চলাকালীন সময় হঠাৎ করে স্বপন দেবনাথ নামে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তপন দেবনাথ কে আঘাত করে, এতে করে গুরুতর জখম হয় ঘটনাস্থলে তপন দেবনাথ, পরবর্তীতে আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় আর কেপুর থানায় ছুটে এসে অভিযোগ দায়ের করেন।