বিশালগড়ঃ
অবৈধ কাঠ বোঝাই গড়ির ধাক্কায় আহত তিন। TR08B1739 নাম্বারের একটি চোরাই সাইজ কাঠ বোঝাই বোলেরো গাড়ি আগরতলা থেকে বিশালগড়ের পথে যাবার সময় বিশালগড় থানাধীন ভুঁইয়ার মাথা এলাকায় ধাক্কা মারে একটি অটো এবং একটি মারুতি গাড়িকে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অবৈধ চোরাই কাঠ বোঝাই গাড়িটির বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা। দূর্ঘটনায় অটোতে থাকা তিনজন গুরুতর আহত হয়। দুজনকে অন্য একটি অটো করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়, অন্য একজনকে পরে বিশালগড় দমকল কর্মীরা হাসপাতালে নিয়ে যায়। এদিকে দূর্ঘটনার পর অন্য একটি অটো গাড়িতে করে চম্পট দেয় গাড়ি চালক। পরে অবৈধ কাঠ বোঝাই গাড়িটিকে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়। তবে টেবিলের নিচে লেনদেন করে অবৈধ কাঠগুলিকে তড়িঘড়ি অন্য একটি গাড়িতে করে সরিয়ে নিতে সাহায্য করে বিশালগড় থানা। সূত্রের খবর দশ হাজার টাকায় ম্যানেজ হয় থানা।