দিল্লিঃ
মনিপুর হিংসা যেন থামার নাম নিচ্ছেনা। কিছু স্তিমিত হয়ে আসলেও গত এক সপ্তাহে মনিপুরের গোষ্ঠী হিংসা আবার শুরু হয়। এরমধ্যে মনিপুর নিয়ে সুপ্রীম কোর্টের বড় ঘোষোনা। মনিপুর হিংসায় ক্ষতিগ্রস্থদের ত্রান ও পুনর্বাসনের কাজের পর্যবেক্ষনের জন্য সোমবার কমিটি গঠন করল সুপ্রীম কোর্ট। তিন অবসরপ্রাপ্ত হাইকোর্টের মহিলা বিচারপতিদের নিয়ে এক কমিটি গঠন করল
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। কমিটিতে রয়েছেন জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তলের, অবসরপ্রাপ্ত বিচারপতি শালিনী পি জোশী এবং আশা মেনন। ত্রাণ ও পুনর্বাসনের কাজ তদারকির পাশাপাশি এই কমিটি মণিপুর পুলিশ আধিকারিকদের নিয়ে গঠিত ‘সিট’ হিংসাপর্বের যে ফৌজদারি মামলাগুলির তদন্ত করছে, তা তদারকি করবে।