উদয়পুরঃ
আজ গোমতি জেলা শিক্ষা আধিকারিক অফিসের সহযোগিতায় ভারত সরকারের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন দপ্তরের গৃহীত পদক্ষেপ “নিপুন ভারত “বাস্তবায়নের লক্ষ্যে নিপুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে ব্লক ভিত্তিক প্রাক প্রাথমিক বিভাগ থেকে তৃতীয় শ্রেনী পর্যন্ত পাঠদান করেন এমন শিক্ষক শিক্ষিকাদের তৈরী করা টিচিং লার্নিং মেটেরিয়্যাল নিয়ে এক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর ইউ আর সি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পুরপরিষদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা ভারপ্রাপ্ত শিক্ষা আধিকারিক জৈন ভিক্টর রিয়াং। সহকারী প্রফেসর উত্তম মিত্র, কাকড়াবন ডায়েট থেকে আগত লেকচারার বা প্রভাষক কৌশিক মজুমদার ও স্বপন মন্ডল, গোমতী জেলা সমগ্র শিক্ষার কো-অর্ডিনেটর অমর চন্দ ও অপু রায়, ইউ আর সির কো-অর্ডিনেটর দেবব্রত পাল সহ অন্যান্য ব্যাক্তিবর্গ ।এই টি এল এম প্রতিযোগিতায় গোমতী জেলার নয়টি ব্লকের মোট ৮৫ টি মডেল উপস্থাপিত হয়। উদয়পুর কীরিট বিক্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।এই মডেল গুলো থেকে সাহিত্য বা লিটারেসীর উপর দশটি এবং সংখ্যা তথ্য বা নিউমারেসির উপর দশটি মডেল রাজ্য ভিত্তিক টি এল এম প্রতিযোগিতার জন্য নির্বাচিত করে আগরতলায় পাঠানো হবে। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিযোগিতায় গোমতী জেলার সাতটি ব্লকের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।