
বিলোনিয়া:
অঙ্গনওয়াড়ি চাকরি নিয়ে ক্ষোভ দলীয় কর্মীদের মধ্যে, তালা ঝুলালো অঙ্গনওয়াড়ি সেন্টারে।একের পর এক চাকরির অফার নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে বিলোনিয়া শাসক বিজেপি দলের কর্মী থেকে কার্যকর্তারা । টাকার বিনিময়ে চলছে চাকরির খেলা । যে যত বেশি দিবে , তার ঘরে ঢুকে যাচ্ছে চাকরির অফার , কান পাতলে এমনই শুনা যাচ্ছে বিলোনিয়া মহাকুমা জুড়ে। বিলোনিয়া পৌরপরিষদে সাতজনের চাকরির অফার বন্টনকে কেন্দ্র করে তোলপাড় শেষ হতে না হতেই আবারো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরি অফারকে কেন্দ্র করে শোরগোল বিলোনিয়াতে । অর্থের বিনিময়ে চাকরির অফারগুলো বন্টন করা হচ্ছে এই অভিযোগ উঠছে দলীয় কর্মীদের পক্ষ থেকে। বিলোনিয়া মন্ডল সভাপতি সহ ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ইশারায় নাকি অঙ্গনওয়াড়ী চাকরির অফার গুলি বাঁকা পথে দিয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগও রয়েছে দলীয় কর্মীদের পক্ষ থেকে। এই ক্ষোভ উগরে দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় কর্মী থেকে কার্যকর্তারা একাট্টা হয়ে তালা ঝুলিয়ে দিলো অঙ্গওয়াড়ী কেন্দ্রে । এই তালা ঝুলানোর ঘটনাটি ঘটে সোমবার সকালে বিলোনিয়া মনুরমুখ এলাকার আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । তালা ঝুলিয়ে রেখে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ও প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীরা দাবি করছে চাকরির অফার কেলেঙ্কারির ক্ষেত্রে যাতে হস্তক্ষেপ করে, সুষ্ঠু সমাধান করে। এছাড়া দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের অভিযোগ , বুথ কমিটি ও গ্ৰাম পঞ্চায়েতকে ডিঙ্গিয়ে কি করে মন্ডল সভাপতি ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান চাকরির অফার গুলি বন্টন করে দিচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আমতলী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অফার দেওয়ার ক্ষেত্রে বুথ সভাপতি যেমন জানেনা তেমনি জানে না এস বিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা। এই নিয়ে শোরগোল দলীয় কর্মীদের মধ্যে। উল্লেখ্য সঠিক তারিখের দিন ইন্টার ভিউ না দিয়ে ও পরবর্তীতে ইন্টারভিউ দিয়ে বাঁকা পথে বাগিয়ে নিল অঙ্গনওয়াড়ী কর্মীর চাকরি । আর অন্যদিকে যারা সঠিক সময়ে ইন্টারভিউ দিয়েছে তাদের ভাগ্যে জোটেনি অফার । বিধায়ক এবং চেয়ারপারসন দলীয় কর্মীকে চাকুরি দেয়ার কথা দিয়েও কথা রাখলো না বলে ক্ষোভে ফেটে পড়েছে এক কর্মী। তাহলে কিসের ইঙ্গিত মিলছে এই অঙ্গনওয়াড়ী চাকরির অফার দেওয়ার ক্ষেত্রে এই নিয়ে ঘুরপাক খাচ্ছে দলীয় কর্মীদের মধ্যে ।