Home BREAKING NEWS Rahul Gandhi in Parliament : Qualified হলেন Disqualified রাহুল

Rahul Gandhi in Parliament : Qualified হলেন Disqualified রাহুল

by News On Time Tripura
0 comment

দিল্লিঃ

ডিসকুয়ালিফাইড রাহুল হলেন কুয়ালিফাইড।সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। ১৩৬ দিন পর সংসদ ভবনে গেলেন তিনি। মোদী মামলায় দুই বছরের সাজা ঘোষনার পর ২৪ মার্চ তাঁর সাংসদ পদ খারিজ করেছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা। পরে গুজরাত হাই কোর্টে নিরাশার পর সুপ্রীম কোর্টে পৌছায় রাহুল গান্ধীর ডিফেমেশন মামলা। সুপ্রীম কোর্ট থেকে শেষ পর্যন্ত স্বাস্তির খবর আসে। তাঁর বিরুদ্ধে সাজার উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। আর সুপ্রীম কোর্টের রায়ের ভিত্তিতে আবার তাঁর সাসদ ফিরিয়ে দেওয়া হয়। সোমবার ১৩৬ দিন পর সংসদ ভবনে পোউছলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদ ভবনের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে প্রণাম জানালেন রাহুল গান্ধী। তার পর প্রবেশ করলেন সংসদে। রাহুলকে ঘিরে দেখা গেল সাংসদদের ভিড়। পুরনো সংসদ ভবনের দোতলার বারান্দাতেও দেখা গেল ভিড় উপচে পড়েছে রাহুলকে দেখার জন্য। গত সোমবার সকালেই তাঁর সাংসদ পদ ফেরানোর ঘোষণা করা হয়েছে লোকসভার স্পিকারের সচিবালয়ের তরফে। কংগ্রেসের তরফে তার পর জানানো হয়েছিল সোমবার দুপুর ১২টার সময়েই সংসদে আসবেন রাহুল। রাহুল অবশ্য ১২টা বাজার মিনিট দশেক আগেই সংসদে পৌঁছে যান।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato