চন্ডিপুরঃ
শনিবার ঊনকোটি জেলা সফরে ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন তার সফরের শেষের দিকে বিকালে চন্ডীপুর- শ্রীরামপুর ভারত বাংলা সীমান্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী, সাথে ছিলেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রাণীর সম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সহ প্রশাসনিক আধিকারিকরা। সীমান্ত এলাকায় সাধারন মানুষের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের কাছ থেকে এলাকার অসুবিধার কথা শুনেন। দীর্ঘদিন ধরে নদীর ভাঙনের ফলে ভারত- বাংলা আন্তর্জাতিক সীমান্তের একটা অংশ ক্ষতিগ্রস্থ হয়ে পরছে। এর ফলে স্থানীয় গ্রামবাসীরা কিছুটা সমস্যার সন্মুখীন হচ্ছেন। মুখ্যমন্ত্রী সীমান্তবর্তী এলাকার এইসব সমস্যা সমাধানে কেন্দ্র সরকারের সাথে কথা বলে সমাধানের আশ্বাস প্রদান করেন।