
বিলোনিয়াঃ
শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত জেলাভিত্তিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা।দক্ষিণ জেলা ভিত্তিক টিচিং লার্নিং মেথড অনুষ্ঠানের পুরাতন টাউন হল মঞ্চে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুরো পরিষদে চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ,এলিমেন্টারি এডুকেশনের ডাইরেক্টর শুভাশিস বন্দোপাধ্যায়, এছাড়া ছিলেন দক্ষিণ জেলা শিক্ষা অধিকার সুবীর মজুমদার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে টিচিং লার্নিং মেথড এবং নিপুণ ত্রিপুরা মিশনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়,আলোচনা রাখতে গিয়ে ছাত্র ছাত্রীদের কি ভাবে স্কুলের প্রতি আকৃষ্ট করা যায় বিশেষ করে নার্সারি স্তরের ছাত্র ছাত্রীদের, সে বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা।টিচিং লার্নিং মেথড প্রতিযোগিতা অনুষ্ঠানে বিলোনীয়া পুরাতন টাউন হলের দর্শক আসন বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র,ছাত্রী, ও শিক্ষক শিক্ষিকা দের উপস্থিতিতে কানায় কানায় পূর্ন। আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় টিচার লার্নিং মেথডের এর উপর প্রদর্শনী। এই প্রদর্শনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৮০ টি বিদ্যালয়ের পক্ষ থেকে মূলত নর্সারী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত উপযোগী শিক্ষা বিষয়ক শিক্ষণীয় উপকরন প্রদর্শনী করা হয়। এর মধ্যে থেকে নির্বাচিত শিক্ষণীয় উপকরন জেলা পর্যায়ে থেকে রাজ্য প্রদর্শনীতে অংশ গ্রহণ করবে বলে এদিনের অনুষ্ঠানে আলোচনার মধ্যে দিয়ে জানা যায়। আলোচনা শেষে টাউন হলের সোনার তরী মুক্তমঞ্চে শিক্ষনীয় উপকরন গুলি পরিদর্শন ও তাদের তৈরী করা উপকরন নিয়ে শিক্ষক শিক্ষিকা দের সাথে আলোচনা করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন এদিনের আয়োজিত অনুষ্ঠানের অতিথিরা।