Home BREAKING NEWS Rahul Gandhi : উত্তর জেলায় কংগ্রেসের দুটি অভিনন্দন রেলি

Rahul Gandhi : উত্তর জেলায় কংগ্রেসের দুটি অভিনন্দন রেলি

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

রাহুল গান্ধীর পক্ষে সুপ্রিম কোর্টের রায়কে ধন্যবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি উত্তর জেলার ধর্মনগর ও চুরাইবাড়িতে কংগ্রেস দলের অভিনন্দন রেলি অনুষ্ঠিত হয়।শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ধর্মনগর শহরে জেলা কংগ্রেসের উদ্যোগে এক অভিনন্দন রেলি বের করা হয়। তারপর কংগ্রেস দলের কর্মী সমর্থকরা সম্মিলিত ভাবে এক সভায় মিলিত হন। এদিকে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের উদ্যোগে চুরাইবাড়ি বাজারে এক অভিনন্দন রেলি বের করা হয়।এদিন পৃথক দুটি অভিনন্দন রেলি শেষে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন ,গুজরাটের একটি আদালত রাহুল গান্ধীর বিপক্ষে মামলায় রায় দিয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে। এ মামলার বিরুদ্ধে জেলা সেশন জাজকোর্টে আপিল করলে সেখানেও রায় অপরিবর্তিত থাকে। অবশেষে হাইকোর্টের দ্বারস্থ হলে সেখানেও একই রায় বলবৎ থাকে। অবশেষে সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে আপিল করা হয়। বৃহস্পতিবার হয় এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী,রাহুল গান্ধীর উপর যে রায় বলবৎ হয়েছিল তা যুক্তিহীন। অর্থাৎ রাহুল গান্ধীর বিরুদ্ধে সমস্ত ধরনের অভিযোগ খারিজ করে সুপ্রিমকোর্ট। তাই রাহুল গান্ধীর সাংসদ পদ পুনরায় ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবি এদিন উত্থাপিত হয়। তাছাড়া এদিন বক্তব্যের মধ্য দিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মামলাকে মিথ্যা মামলা বলেও আখ্যায়িত করা হয়।এদিন পৃথক দুটি অভিনন্দন রেলিতে উপস্থিত ছিলেন কংগ্রেস দলের পিসিসির ভাইস প্রেসিডেন্ট ইজ্জাত আলী, পিসিসির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী,প্রবীন কংগ্রেস নেতা অজিত কুমার দাস প্রমুখ।

You may also like