Home BREAKING NEWS Dr. Manik Saha – ঊনকোটি জেলায় ইন্দ্রধনুষ ৫.০ ও সুব্রত কাপ ফুটবলের সুচনা করেন মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha – ঊনকোটি জেলায় ইন্দ্রধনুষ ৫.০ ও সুব্রত কাপ ফুটবলের সুচনা করেন মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comment

ঊনকোটিঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা শনিবার থেকে দুই দিনের উত্তর ও ঊনকোটি জেলা  সফর শুরু করলেন। সফরের প্রথম দিনে তিনি ঊনকোটি জেলায় ম্যারাথন অনুষ্ঠানে  অংশগ্রহণ করেন। সরকারি অনুষ্ঠান ছাড়াও অংশগ্রহণ করেন দলীয় কর্মসূচীতে। মুখ্যমন্ত্রী শনিবার সকালে লোকাল ট্রেনে চেপে আগরতলা থেকে কুমারঘাটে আসেন।

কুমারঘাট রেল স্টেশনে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়াছড়া  কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং বিজেপি জেলা সভাপতি পবিত্র দেবনাথ। কুমারঘাট ডাকবাংলায় কিছুক্ষণ বিশ্রামের উপর মুখ্যমন্ত্রী ঊনকোটি জেলা সদর কৈলাশহরে চলে যান। সেখানে প্রথমে তিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তর আয়োজিত  ইটেনসিফায়েড মিশন ইন্দ্রধনুস ৫.০ এর রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

কৈলাশহর ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায়, সুধাংশু দাস,  ঊনকোটি জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পরবর্তী কর্মসুচীতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকালে রামকৃষ্ণ কলেজ মাঠে অনূর্ধ্ব ১৭ সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।

পড়ন্ত বেড়ায় কুমারঘাট মানসী হলে একটি সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন। ফটিক রায় ও পাবিয়াছড়া বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি এবং মন্ডল সভাপতিরা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রবিবার ধর্মনগর ও কুমারঘাট রেলস্টেশন আপগ্রেডেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato